
আসানসোলে মানববন্ধন কর্মসূচি পালন করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা
কৌশিক মুখার্জী: আসানসোল:-
আমার হাত তোমার হাত আমরা সবাই তোমার সাথ-সোমবার এমনটাই স্লোগান তুলেআসানসোলের বিএনআর মোড়ে দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত কৃতজ্ঞতা মানববন্ধন কর্মসূচি পালন করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তারা জানান, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশমতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানাতে এই অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এদিন। এবং আর জি কর কান্ডে দোষীদের দ্রুত শান্তির জন্য তার আন্দোলনকে সমর্থন জানিয়ে তার পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করেন।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুমিতা ভট্টাচার্য বলেন, আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ মতো পশ্চিমবঙ্গের সব সব জেলায় এই মানববন্ধন কর্মসূচি পালন করছি আমরা। দিদি আমাদের কন্যাশ্রী প্রকল্প করে দিয়েছে যা বিশেষ খ্যাতি অর্জন করেছে এতে আমাদের ভারতীয় মহিলারা বিশেষভাবে সমৃদ্ধ হয়েছে। এর জন্য আমরা দিদিকে কৃতজ্ঞতা সম্মান জানানোর জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি।
কাউন্সিলর রীনা মুখার্জী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এবং আরজি কর নির্যাতিতার বিচারের দাবিতে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের উন্নয়নে যেভাবে কাজ করেছেন তা ভারতের আর কোথাও দেখা যায় না। স্বাস্থ্য সাথী হোক বা কন্যাশ্রী বা রূপশ্রী, এরকম অসংখ্য প্রকল্প রয়েছে যার ফলে বাংলায় সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়ন ঘটেছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রীনা মুখোপাধ্যায়, সিকে রেশমা মৌসুমী বসু, সহ তৃনমুল মহিলা কংগ্রেসের কর্মীরা।
