ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বাজেটিয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির এবং গুরুতর আহত হয়েছেন আরো দুজন, বহরমপুরের বানযেটিয়ার বাসিন্দা সুমন হালদার তার স্ত্রী পম্পা রায়কে এবং তাদের ছোট বাচ্চাকে নিয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে গিয়েছিল এবং ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বানযেটিয়া এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় সুমন হালদারের এবং গুরুতরভাবে জখম হন তার স্ত্রী পম্পপা রায় এবং তাদের সন্তান, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে, এবং আহত দুজনকে চিকিৎসার জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাকটিকে আগুন ধরিয়ে দেয় যার জেরে রাস্তার মাঝে দাও দাও করে জ্বলতে থাকে ওই ট্রাকটি, পরবর্তীতে বহরমপুর দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় চাঁপা উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করেছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )