কান্দির বিভিন্ন দুর্গাপূজা কমিটিগুলিকে শারদ সম্মান প্রদান

কান্দির বিভিন্ন দুর্গাপূজা কমিটিগুলিকে শারদ সম্মান প্রদান

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অন্তর্গত দুহালিয়া এলাকার নজরুল ভবনে কান্দি পঞ্চায়েত সমিতি এবং পৌরসভার পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হল কান্দি শহর এবং গ্রামীণ এলাকার বিভিন্ন দুর্গাপূজা কমিটি গুলিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় মূলত এদিন সেরা দুর্গাপূজা, সেরা প্রতিমা, সেরা মন্ডপসজ্জা, সেরা সমাজ সচেতনতা সহ বিভিন্ন বিষয়ের উপর ২০২৪ সালের শারদ সম্মান প্রদান করা হল কান্দি পৌরসভা এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে, এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতর সভাপতি পার্থপ্রতিম সরকার, পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক প্রমূখ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )