কালীপূজার উদ্বোধনের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ওয়ারিয়া ফাঁড়িতে

কালীপূজার উদ্বোধনের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ওয়ারিয়া ফাঁড়িতে

কৌশিক মুখার্জী: দুর্গাপুর:-

কালীপূজার উদ্বোধন তারই পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন দুর্গাপুর থানার অন্তর্গত ওয়ারিয়া ফাঁড়িতে।এদিন ওয়ারিয়া ফাঁড়ি আরজি পার্টি কালীপূজা কমিটির ব্যাবস্থাপনায় ও ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেখানে রক্তদান শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন।এদিন মোট 45জন রক্তদান করেন।তাদের প্রত্যেকের হাতে সংখ্যাপত্র ও ফুলের তোড়া দিয়ে বিশেষ সম্মান জানানো হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়,দুর্গাপুর (এ)সিআই,দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায়,ওয়ারিয়া ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা সহ আরো অনেকে।এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন রক্তদান মহান দান।তাই সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানান তিনি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )