বীর সেনানি “সোফিয়া কুরেশি “নামে নবজাতকের নামকরণ পাণ্ডবেশ্বরে

বীর সেনানি “সোফিয়া কুরেশি “নামে নবজাতকের নামকরণ পাণ্ডবেশ্বরে

সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বহুলা বাজারে অনুষ্ঠিত হলো দেশাত্মবোধক পদযাত্রা। কাশ্মীরের পুলওয়ামা কান্ডের শহীদ ও বীর সেনাদের প্রতি সম্মাননা জ্ঞাপন। সোফিয়া কুরেশীর নেতৃত্বে যেদিন ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে, এই ভোররাতেই জন্মগ্রহণ করে এই আজকের পশ্চিম বর্ধমানের সোফিয়া। এদিন মায়ের কোলে দেশাত্মবোধক পদযাত্রা ৬ দিনের নবজাতকের।

তার নামকরণের মাধ্যমে, বার্তা দেওয়া হল মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বীর সেনানি সোফিয়া কুরেশিকে অপমান করেছিলেন, আজ থেকে সেই সোফিয়া কুরেশি বাংলার বাড়িতে বাড়িতে জন্মগ্রহণ করবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )