
বীর সেনানি “সোফিয়া কুরেশি “নামে নবজাতকের নামকরণ পাণ্ডবেশ্বরে
সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বহুলা বাজারে অনুষ্ঠিত হলো দেশাত্মবোধক পদযাত্রা। কাশ্মীরের পুলওয়ামা কান্ডের শহীদ ও বীর সেনাদের প্রতি সম্মাননা জ্ঞাপন। সোফিয়া কুরেশীর নেতৃত্বে যেদিন ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে, এই ভোররাতেই জন্মগ্রহণ করে এই আজকের পশ্চিম বর্ধমানের সোফিয়া। এদিন মায়ের কোলে দেশাত্মবোধক পদযাত্রা ৬ দিনের নবজাতকের।
তার নামকরণের মাধ্যমে, বার্তা দেওয়া হল মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বীর সেনানি সোফিয়া কুরেশিকে অপমান করেছিলেন, আজ থেকে সেই সোফিয়া কুরেশি বাংলার বাড়িতে বাড়িতে জন্মগ্রহণ করবে।