
রাইপুরে দক্ষিণা কালীর অষ্টমঙ্গলায় নরনারায়ণ সেবা
সৌমি মন্ডল, রাইপুর, বাঁকুড়া-: প্রতিবছরের মত এবারও বাঁকুড়ার রাইপুর বকুলতলা দক্ষিণা কালীপুজো কমিটির উদ্যোগে কালীপুজোর অষ্টমঙ্গলা উপলক্ষ্যে গত ৭ ই নভেম্বর নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। রাইপুর ব্লকের রাইপুর বাজার, শিমলি, দুবনালা, শিরোমনিপুর, পাঁড়ড়ি, হরিহর গঞ্জগড়, ফকিরা গাড়া, রাউতোড়া এবং সারেঙ্গা ব্লকের চিলতোড়, সিদি, গোডাঙ্গা, বাগজাতা, গোপালপুর, বাসুদেবপুর, সিঙ্গনা মোহন, পাঁচবেড়িয়া, বানপুর প্রভৃতি গ্রামের প্রায় ১০ সহস্রাধিক মানুষ এই ভোজনে অংশগ্রহণ করে। মূলত সাধারণ মানুষের দানে এটি আয়োজিত হয়ে থাকে। প্রসঙ্গত এলাকার অন্যান্য কালীপুজো কমিটি যখন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে তখন রাইপুর বকুলতলা দক্ষিণা কালীপুজো কমিটি প্রতিবছর নরনারায়ণ সেবার আয়োজন করে থাকে। এটাই এখানকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। উদ্যোক্তাদের পক্ষ থেকে পাপ্পু দত্ত, জয় নাদ, আশীষ সুরাল, বোধাদিত্য নাদ, সৌরভ দেরা বললেন, প্রতিবছর অষ্টমঙ্গলার দিন এই নরনারায়ণ সেবার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারজন্য তারা সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে পুজো কমিটির সদস্য প্রসেনজিৎ পাল, রাজু সিংহ, অরুণ সিংহ, রুপম সিংহ, তুহিন দত্ত, অনুপম সিংহ প্রমুখরা বলেন, প্রতিবছর আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। নিজেরা উপস্থিত থেকে খিচুড়ি প্রসাদ রান্নার আয়োজন করি। কালীপুজোর অষ্টমঙ্গলায় দিন হাজার হাজার মানুষের মুখে মায়ের প্রসাদ তুলে দিতে পেরে আমরা গর্বিত। একসঙ্গে পাশাপাশি বসে এই প্রসাদ গ্রহণের স্বাদই আলাদা।