মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তন্ময় মাহারা: মালদা:-

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে অনুষ্ঠিত হল মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সন্ধ্যা অনুমানিক সাড়ে ছটা নাগাদ রথবাড়ি এলাকায় সংগঠনের নিজস্ব সভাকক্ষে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার এবং পুরাতন মালদা পৌরসভার দুই চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি এবং কার্তিক ঘোষ, ইংলিশবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল, কাউন্সিলর বাবলা সরকার, শুভময় বসু, গায়ত্রী ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ ব্যবসায়ীরা। এদিন প্রদীপ প্রজলন করে মিলন উৎসবের সূচনা করা হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )