
তুমি রেখো
সোমা চ্যাটার্জী (দমদম)
আমাকে তুমি কু-অভ্যাসে নয়,
সু-অভ্যাসে রেখো!
আমাকে তুমি অবহেলায় নয়,
যত্ন করে রেখো।
আমাকে তুমি প্রয়োজনে নয়,
প্রিয়জন করে রেখো!
আমাকে তুমি সুসময়ে নয়,
অসময়ের জন্য রেখো।
আমাকে তুমি অল্পক্ষণের জন্য নয়,
নিত্যদিনের সঙ্গী করে রেখো!
আমাকে তুমি মস্তিষ্কে নয়,
মনের মাঝে রেখো।
আমাকে তুমি হাত ধরে নয়,
বাহুডোরে আগলে রেখো!
আমাকে তুমি প্রেম দিয়ে নয়,
ভালোবাসা দিয়ে বেঁধে রেখো।
আমাকে তুমি রেখো,
শুধু তুমিই রেখো!
এমন ভাবে রেখো,
আমি যেন তোমারই থাকি।
CATEGORIES কলকাতা