আমি যে তোমার
সোমা চ্যাটার্জী (কলকাতা)

এই শীতের সকালে
মিষ্টি রোদ গায়ে মেখে!
তুমি আমি দুজনে
চলো যাই বহু দূরে।
পথ হারিয়ে আমরা
অচেনা কোন জায়গায় মোরা!
পাবো না কোন ভয়
তোমার মনকে করব জয়।
সাগর দ্বীপের পাড়ে,
তোমার হাতটা ধরে!
বলবো আমি তোমায়
আমাদের বিচ্ছেদ যেন না হয়।
চলতে চলতে দু’জনে
বসবো সেথায় কুঞ্জবনে!
তুমি চুম্বন দেবে কপালে আমার
আমি সেখানেই হয়ে যাব তোমার।
CATEGORIES কলকাতা