
বালির দাম বৃদ্ধি, সিপিএমের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা, কুলটি-: রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অবৈধ বালি খাদান গড়ে ওঠার পেছনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত আছে -এই অভিযোগ তুলে প্রতিবাদ করত শাসক বিরোধী সিপিএম। এবার সম্পূর্ণ উল্টো অভিযোগ তুলে তারাই আবার প্রতিবাদ করল। সম্প্রতি রাজ্যের মুখমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর অবৈধ বালি খাদান বন্ধ করার জন্য তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। বন্ধ হয় অবৈধ বালি খাদান। এরফলে বালির দাম দু-তিনগুণ বেড়ে যায়। দাম বৃদ্ধির ফলে নির্মাণ কাজ বন্ধ থাকছে। কাজ হারাচ্ছে রাজমিস্ত্রি ও তাদের যোগানদাররা। এই পরিস্থিতিতে সিপিআই(এমের) তরফে
কুলটির নিয়ামতপুর বি.এল এন্ড এল. আর.ও অফিসে পায়ে হেটে মিছিল করে গিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা বংশ গোপাল চৌধুরী সহ দলের কর্মী-সমর্থকেরা।
তাদের দাবি মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ তিনি যেন আর হুঁশিয়ারি দিয়ে নির্মাণ শিল্পকে সঙ্কটে না ফেলে দেন।