সিণ্ডিকেট রাজ নির্মূল করার দাবি তুলল বিজেপি

সিণ্ডিকেট রাজ নির্মূল করার দাবি তুলল বিজেপি

ফাইনাল এক্সপোজার: আসানসোল:-

পশ্চিম বর্ধমানের বার্ণপুরের ইস্কো কারখানার আধুনিকীকরণের জন্য প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই অর্থ সঠিক বিনিয়োগের দাবিতে বুধবার বার্নপুরের ত্রিবেণী মোড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জনসভা করার পর ইস্কো কতৃর্পক্ষর সাথে দেখা করবেন বলে জানান বিজেপির জেলা সভাপতি দেবতানু চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে জাতীয় সড়কের পাশে অবস্থিত আসানসোলের বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, বর্তমানে ইস্কো কারখানার ঠিকাদারদের একটা সংঘটন তৈরী হয়েছে। তারা এখন থেকে দাবী করছে কর্মী নিয়োগের যাবতীয় কাজ তাদের মাধ্যমে করতে হবে যা একটা সিন্ডিকেটের বার্তা ছড়িয়ে পড়েছে। ইস্কো কতৃর্পক্ষর কিছু কর্মকর্তা তৃণমূল কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিন্ডিকেট তৈরীতে সাহায্যে করছেন ফলে শিক্ষিত প্রশিক্ষীত যুবকরা কাজ পাবে না পোর্টালের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু কাজ পাবে সেটা প্রতিহত করতে বিজেপি সাধারণ জনগণের কাছে আবেদন করছেন তারা বিজেপির সাথে থেকে দুর্নীতি বন্ধ করতে সাহায্য করবেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )