খোলামুখ খনিতে অবৈধ কয়লা কারবারে হানা উত্তর থানা পুলিশের

খোলামুখ খনিতে অবৈধ কয়লা কারবারে হানা উত্তর থানা পুলিশের

কৌশিক মুখার্জী: আসানসোল:- কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে  চলছে অবৈধ কয়লা ব্যবসার কারবার। সমতল থেকে প্রায় ৮০ ফুট নীচে মাটির নিচে সুড়ঙ্গ কেটে রাখা হয়েছে অবৈধ কয়লার বস্তা। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ। সুড়ঙ্গের মধ্যেই  রাখা হয়েছে প্রচুর অবৈধ কয়লা। সোমবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার পুলিশ বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ কয়লা। কিন্তু কি ভাবে এই ব্যবসা চলছে বা কারা এই ব্যবসা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সে ক্ষেত্রে প্রশ্ন উঠেছে কতদিন ধরে এই ব্যবসা চলছে। এলাকায় এই ভাবে ব্যবসা চালাচ্ছে কারা?

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )