মা সরস্বতীর পাশে আল্লু আর্জুনকে দেখতে দর্শকের ভিড়

মা সরস্বতীর পাশে আল্লু আর্জুনকে দেখতে দর্শকের ভিড়

কৌশিক মুখার্জী: বরাকর:-  মা সরস্বতীর পাশে পুষ্পা 2 মুভির আল্লু আর্জুনকে দেখতে দর্শকের ভিড় বরাকরে।একদিকে মা সরস্বতী মূর্তি ঠিক তার পাশে রয়েছে বিশাল আকৃতির আল্লু অর্জুনের মূর্তি। চলচ্চিত্র জগতের অভিনেতা পুষ্পা টু অভিনীত আলু অর্জুনের  মূর্তি দেখার ভিড় দর্শকদের! দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরে। বিদ্যার দেবী মা সরস্বতীর পাশে রয়েছে চলচ্চিত্র জগতের অভিনেতা পুষ্পা টু অভিনীত আলু অর্জুনের  মূর্তি আর এই মূর্তি দেখার জন্য গত তিন দিন থেকে দর্শকের ভিড় দেখা যাচ্ছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )