
চিনাকুড়ি গুলি কান্ডে গ্রেফতার এক
কৌশিক মুখার্জী: কুলটি:- গত শুক্রবার রাতে আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি ৯-১০নম্বর এলাকায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যন উজ্জ্বল চ্যাটার্জির বাড়ি সংলগ্ন এলাকায় কৃষ্ণা নোনিয়া নামে এক ব্যক্তিকে লক্ষ করে দুষ্কৃতিরা গুলি চালায়।ঘটনায় কৃষ্ণা নোনিয়ার শরীরের একাধিক জায়গায় গুলি লাগায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে কৃষ্ণা নোনিয়া। যদিও পুলিশ ও স্থানীয়রা আহত কৃষ্ণা নোনিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন বলে জানা গেছে।আর এই ঘটনায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। জানা গেছে নিজেদের পুরোনো বিবাদের কারণেই এই গুলি চালানোর ঘটনা ঘটে।অভিযুক্ত কে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের ছয় দিনের হেফাজতে নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে!জানা যায় অভিযুক্তের নাম গোপাল মাহাতো ঐ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।