আশার প্রতিচ্ছবি
স্বপ্না ব্যানার্জী (শিলিগুড়ি)

আশ্চর্য এক গোধূলি লগনে
মেঘে ঢাকা তারাদের মাঝে তৃষ্ণার বর্ষাতি,
স্বপ্ন যত আঁকা ছিলো, মেলে দিলো ইচ্ছেডানা৷
তার দিগন্ত ছোঁয়া প্রেম যেন,
ফাগুনের মেঘ ডাকে হৃদয় জুড়ে৷
নিঃস্বার্থ প্রেম যেন হৃদয়ের আপনজন৷
পলাশ বনে কোকিলের কুহুতানে ভরিয়ে তোলা আশা
যেন বেঁচে থাকার কাণ্ডারি৷
আমার স্বপ্নের গোধূলির প্রথম প্রেমের সুপ্ত আশা, মুখে হাসি, সুখে ভাসা৷
তোমার ছোঁয়া নীলসমুদ্র, খোশগল্পের আড্ডা, কৃষ্ণচূড়ার গন্ধ,
ছোট্ট স্মৃতির অতলে ভালোবাসার বাসা৷
অভেদ্য আঁধারির গভীর টানে,
ভুলতে পারিনি তোমার আঙিনা৷
তোমার উদার মনের বুকের ভিতরে,
চিৎকার করে ডাকি তোমার নাম ধরে৷
পরের জনমে একান্ত তোমারই হবো,
পাশাপাশি বসে কত রঙের স্বপ্ন,
কাজলপরা জোছনায় সুখের ছবি আঁকবো৷
শুদ্ধ ভালোবাসার অমূল্য রতন পেতে
নতজানু হয়ে বসবো তোমার হৃদয়ের আঙিনায়৷
অজানা মায়ার পরশে তোমার চোখে চোখ রেখে,
অপলক দিগন্তের সেই অজানা পথে,
উদাসী বসন্তে ভেসে যাবে দুটি মনের বাসনা৷
অনুচ্চারিত শব্দে গভীরতার ডাকে বলে যাবো,
ভালো-বাসা ভালোবাসি৷