তুমি জিতলেই আমি খুশি
স্বপ্না ব্যানার্জী তিয়াসা (শিলিগুড়ি)

কে যেন ঐ দিগন্ত হতে আকুল আবেদন করছে আজি চঞ্চল মনে,
পুলকিত মনে তাই উড়েছিল সেদিন সোহাগের আঁচল খানি।
নিভৃত দিনযাপনের যে বিষাদ,এক লহমায় যেন মন কুঠিরকে ভালোবাসায় ভরিয়ে তুলেছিল।
সাত জন্ম কালের অপাপবিদ্ধ ফুলের দল ঘাসের উপর যেমন টুপটাপ ঝরে পড়ে, তেমনি ছিল আমাদের প্রেম।
অন্তহীনে বুকের পাঁজরের আলো আঁধারিতে একান্ত অনুভূতির রঙ মাখানো দুঃসাহস তাই আজ ও চাই দেখাতে,
আমার মনের কথাকে যে তোমাকে বুঝতেই হবে তার কি কোনো মানে আছে?
প্রেম তো চির নিঃশব্দে ও হয় ,
তার জন্য রত্ন শোভিত সিংহাসনের কিবা প্রয়োজন?
এবার আন্দোলন করবো জানো,
ভালোবাসার আন্দোলন,
পরিকল্পিত ভাবে এবার জেগে উঠবো দুজনায়,
ভেবে দেখো সেই সে যমুনা ঘাট,
সেই সে নদীর ঢেউ,
সেই সে ছৈ তোলা নৌকা,
থাকবে না কোনো মাঝিভাই,
জীবন নৌকার দাঁড় বাইবো আমরা,
পাড়ি দেবো নতুন দেশে,
থাকবো সেথা তুমি আর আমি?
দীর্ঘ সময় অতিবাহিত সেই সে মনের সুপ্ত বাসনা গুলো আজ উঠবে ফুটে,
চোখের সার্থকতা মনের তৃপ্ততায় করবো রূপান্তরিত,
প্রতীক্ষায় থাকবো না হয় ইহোকাল পরকাল।