কিছুটা সময়

বিদিশা চৌধুরী (আন্দুল, হাওড়া)

পথে চলতে চলতে দেখা,
কথার পিঠে কথা,
জীবনের এই যাঁতাকলে পড়ে,
হারিয়ে গেছে সেই সে সময় গুলো!
ইচ্ছে করে ফিরিয়ে এনে পাশে
রেখে দিতে সোহাগ দিয়ে তাকে।
স্মৃতির মালা য় জড়িয়ে নিয়ে বুকে,
রাখবো মনের গোপন কোন টি তে।
নাগাল তার কাউকে দেবো না আর,
যতই মিছে ডাক দিয়ে যাস এসে।
জীবন পথে সুখ স্মৃতির ভারে,
নে বেঁচে নে, আর ক – দিন তুই বেশি,
সত্যি ই যদি আসতে চাস পিছে,
ভালোবাসা ই ডাক দেবে তোর পথে।
অনেকের ওই মাঝে ও সে যে থাকে,
মনের ওই গোপন কোন টি তে।
বসন্তের ওই সমীরণে ভেসে,
আরো একবার ভালোবাসলাম তাকে।
প্রেম যদি ওই ডাক দিয়ে যায় বলে,
নে বেঁচে নে জীবন চেটে পুটে।।
পারবো কি আর ভাসিয়ে দিতে তাকে!
সে যে আছে আজ ও মনের মাঝেই।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )