কুলটির প্রাক্তন কাউন্সিলকে গ্রেফতার করার প্রতিবাদে কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মী সমর্থকদের

কুলটির প্রাক্তন কাউন্সিলকে গ্রেফতার করার প্রতিবাদে কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মী সমর্থকদের

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার ৬৫নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার আখতার হোসেনকে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ।প্রতিবাদে তৃণমূলের পতাকা নিয়ে কুলটি থানার সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল রাত্রে কুলটি মাজদিয়া পার্কে একটি মেলায় প্রায় ৫০ ফুট উঁচু নাগরদোলা লাগানোকে কেন্দ্র করে গন্ডগোল সৃষ্টি হয়।ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছালে পুলিশের সাথে বচসা ও কাজে বাঁধা দেওয়ার অভিযোগ।ঘটনায় আক্তার হোসেন সহ মোট ৩জনকে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ।আর এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে কুলটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন দেখায় এলাকার মহিলা ও পুরুষরা।বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় তাঁদের।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )