সুস্থ হয়েই জনসংযোগে নেমে পড়লেন বিধায়িকা

সুস্থ হয়েই জনসংযোগে নেমে পড়লেন বিধায়িকা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -: 

       অন্যান্য বছর দুর্গাপুজোর চারদিন ধরে বিভিন্ন মণ্ডপে তাকে দেখা যেত দর্শনার্থীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করতে। এমনকি সুযোগ পেলে কিছু কিছু পুজো মণ্ডপে বসে সবার সঙ্গে আড্ডাও দিতেন। কিন্তু এবার তাকে দেখা যায়নি। এরজন্য তার ঘনিষ্ঠ মহলের পাশাপাশি সাধারণ মানুষের মনটা ছিল যথেষ্ট বিষণ্ন। তিনি হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। 

        প্রসঙ্গত, অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে অগ্নিমিত্রা দেবী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসকদের পরামর্শে তিনি কলকাতার নিজ বাসভবনে বিশ্রামে ছিলেন।

        আসানসোলে ফিরেই নিজস্ব পরিচিত ঢঙে তিনি নেমে পড়েন জনসংযোগে। এলাকাবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরও বিজয়ার শুভেচ্ছা জানান। কালীপুজো উপলক্ষ্যেও মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরিয়ে জনসংযোগ করেন। তাকে কাছে পেয়ে দলীয় কর্মীরা খুব খুশি। 

        বিধায়িকা বললেন, এখন আর বসে থাকার সময় নাই, সামনেই বড় লড়াই। রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে জেতার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তারজন্যেই সম্পূর্ণ সুস্থ নাহয়েও কর্মীদের উৎসাহ দিতে আসানসোল চলে এসেছি। তার দাবি, এই নির্বাচনে বিজেপি এইরাজ্যে ক্ষমতায় আসছেই।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )