প্রেম

কৃষ্ণকলি রায় (কলকাতা)

মুখ বন্ধ রাখি
ভৌম স্তর থেকে ঠোঁট অব্দি উঠে আসে প্রেম।
এভাবে প্রেম উচ্চতা পায়,
যেখানে যত ঢালু,
প্রেম তত নতজানু হয়ে
সেখানেই যায়, জমা হয়।

আরও ভাবি
এই তো মুহূর্ত, কিছু বলার-
আমি জানি প্রেম স্তর ওপরে চড়বে আরও
দুচোখ ভিজিয়ে দেবে।
তড়িঘড়ি চুমু খেতে যাই
প্রেম পায়ের তলার মাটি সরিয়ে নিয়ে
লুকিয়ে পড়ে কোনো শিয়াল সীমা স্তরে।

ওই মুখ চেয়ে
আমি মুখ বুজে আছি-
স্তর উঠুক,
প্রেম বুক অব্দি আসুক।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )