ডিজিট্যাল প্রেম
সঙ্গীতা কর (কলকাতা)

ট্রেনে যেতে যেতে জানালা দিয়ে হঠাৎ রক্তিমকে দেখা
স্টেশনে বসে বইপত্র বিক্রি করছে সে
এখন ও বোধহয় বইপ্রেমীই রয়ে গেছে,
উসকো খুসকো চুল, চোখে একটা হালকা চশমা
ঠিক আগেকার মতো!
কলেজে ভালো ছেলে বলে তার একটা পরিচিতি ছিলো
ভদ্র মার্কা পোশাক আর সৌজন্যতায় অনেকের মনে জায়গা করে নিয়েছিলো সে
তা দেখে ভীষণ হিংসে হতো
মনে হতো ও শুধু আমার
অথচ তাকেই বলা হয়নি কোনোদিন,
ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গন্তব্যের দিকে ছুটে চললো
আজও বলা হলো না,
দীর্ঘ কুড়ি বছরের বিবাহিত জীবন স্বামী, সংসার সামলাতে সামলাতে প্রেম চাপা পড়ে আছে বহু দায়িত্বের নীচে,
তবুও দু অক্ষরের শব্দটা মাথায় এলেই কেমন শিহরণ জাগে বুকে
চল্লিশে ও আঠেরোর উন্মাদনা জাগে,
কত কি ভাবতে ভাবতে মোবাইলটা হাতে নিতেই
ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুই ভ্যালেন্টাইনস ডে পোস্ট দেখে মনটা বেহায়া হয়ে উঠলো
সবুজ বাতি জ্বলা রক্তিমের ইনবক্সে আঙুলগুলো লিখে ফেললো ভালোবাসি তোমায়
মুখ হাসলো
খুশি মাখলো উপবাসী মন,
যে কথা সামনাসামনি কোনোদিন বলা হয়নি তা সহজেই বলা হলো
অন্তরে লুকানো আমাদের প্রেম ও ডিজিট্যাল হয়ে গেলো।

