
শিবরাত্রিতে এই টোটকায় কাটবে বিবাহ জনিত বাধা
সঙ্গীতা চ্যাটার্জী:- অনেক ক্ষেত্রে গ্রহের নানা বাধা জনিত কারণে কোন ব্যক্তি বিশেষের বিবাহে বিলম্ব ঘটতে দেখা যায় বা কোন একজন ব্যক্তির বিবাহে বারবার বাধা আসতেও দেখা যায়। জ্যোতিষ পঙ্কজ শাস্ত্রীর কথায়, হয়তো কারোর বিবাহে বিলম্ব করছে বা বারংবার বাধা আসছে, সেক্ষেত্রে তার জন্ম ছক দেখতে হবে, হয়তো তার জন্মছকে সপ্তম ভাব ও সপ্তম ভাবপতি নপুংসক গ্রহের সাথে যুক্ত বা দৃষ্ট হয়ে দুঃস্থানগত হয়ে বসে আছে বা হয়তো তার জন্ম ছকে সপ্তমভাবে চন্দ্র শনি বিষ যোগ হয়ে বসে আছে। এমনটা হতে পারে হয়তো তার জন্মছকে সপ্তমভাবে মহা পদ্মনাগ কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ রয়েছে। সেক্ষেত্রে শিবরাত্রির দিন নিম্নলিখিত উপায় গুলি অবলম্বন করলে প্রতিকার মিলতে পারে।
১। শিবরাত্রির দিন কাঁচা হলুদ, মুগ ডাল, সাদা চন্দন বেটে নিয়ে আকন্দ গাছের ফুলের মালা বানিয়ে শিব ঠাকুরকে ডাবের জল সহ অর্পণ করুন।
২। অল্পসিদ্ধি, আতপ চাল, ঘি, মধু, সাদা চন্দন, নীল অপরাজিতা ফুল, আকন্দ ফুল , বেল পাতা , বেল ফুল, ধুতরা ফুলের মালা অর্পণ করুন ১০৮ টা করে।
৩।বেলপাতা, আকন্দ পাতা ১ টা করে অল্প আতপ চাল,অগুড়, কাঁচা দুধ ও মধুসহ শিব ঠাকুরের চরণে অর্পণ করুন।