২৭ টা মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের ফেরত দিল জিআরপি

২৭ টা মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের ফেরত দিল জিআরপি

কৌশিক মুখার্জী: আসানসোল:-  শুক্রবার সকালে আসানসোল স্টেশনে আসানসোল জিআরপি হারানো প্রাপ্তি প্রকল্পে ২৭ টা মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল গ্রাহকদের হাতে ফেরত দিল। জিআরপি আধিকারিক জানান আসানসোল শাখার বিভিন্ন স্টেশনে বিভিন্ন সময়ে মোবাইল হাত থেকে পড়ে যাওয়া, মোবাইল ছিনতাই হয়ে যাওয়া বা মোবাইল চুরি হয়ে যাবার ঘটনার অভিযোগ জমা পরার পর হাওড়া জিআরপির ও আসানসোল জিআরপির অফিসারেরা ফোন নং ট্র্যাক করে মোবাইলগুলো উদ্ধার করে। শুক্রবার ২৭ টা হারিয়ে যাওয়া মোবাইল গ্রাহকদের হাতে ফেরত দেওয়া হয়েছে। হারানো মোবাইল পেয়ে খুশী গ্রাহকেরা তারা জিআরপিকে ধন্যবাদ জানিয়েছেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )