২১শে জুলাইয়ের সমর্থনে রবীন্দ্র ভবনে তৃনমূল কংগ্রেসের কর্মীসভা

২১শে জুলাইয়ের সমর্থনে রবীন্দ্র ভবনে তৃনমূল কংগ্রেসের কর্মীসভা

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- একুশে জুলাইকে” সামনে রেখে বুধবার বিকালে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা।যে সভার নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এবং সভাপতিত্ব করেন বিধায়ক পান্নালাল হালদার। এই সভার মূল লক্ষ্য ছিল ২১ জুলাই শহীদ দিবসকে ঘিরে সংগঠন গড়ে তোলা ও প্রস্তুতির রূপরেখা ঠিক করা।এই সভায় উপস্থিত ছিলেন,ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি শুভাশীষ চক্রবর্তী,জেলার শ্রমিক সংগঠনের সভাপতি শক্তিপদ মন্ডল,সাংগঠনিক জেলার মহিলা সভাপতি মনমোহিনী বিশ্বাস,সাংগঠনিক জেলার যুব সভাপতি কৌশিক রায়,ডায়মন্ড হারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার,বিধায়ক অশোক বজবজ,ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, টাউন সভাপতি সৌমেন তরফদার, টাউন যুব সভাপতি পুস্পেন্দু মন্ডল,এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,ব্লক সভাপতি সন্দ্বীপ সরকার,যুব সভাপতি মিজানুর সাহ,দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,যুব সভাপতি অভিষেক ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি সহ ডায়মন্ড হারবার বিধান সভার সমস্ত শ্রেণীর নেতৃত্বরা এবং সমস্ত পঞ্চায়েত প্রধান,উপ প্রধান,সদস্যরা।এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা ও বিধানসভার দলীয় নেতৃত্ব বৃন্দরা জানান ১৯৯৩ সালে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ফটো পরিচয় পত্রের জন্য রাইটস অভিযানের ডাক দিয়েছিলো।সেই অভিযানে আমাদের ১৩জন কর্মী শহীদ হয়েছিলেন।তারপর থেকেই একুশে জুলাই দিনটি শহীদের স্মরণে ধর্মতলা চলো ডাক দেওয়া হয়। বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ জানান এইবারের একুশে জুলাই একটু অন্য রকম কারণ সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।তাই একুশে জুলাই কে সফল করতে বিধানসভার দুইটি ব্লক ও পৌরসভার সমস্ত নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা করা হলো। বিধায়ক পান্নালাল হালদার জানান আমাদের তরফে প্রতিটি বুথে ব্যানার,প্রতিটি পঞ্চায়েতে তরণ গেট,দেওয়াল লিখন সহ পথ সভা করা হবে। জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস জানান আমরা জানি একুশ মানে আবেগ,একুশ মানে শক্তি,একুশ মানে লড়াই,একুশ মানে সাহস। আর সেই ডায়মন্ড হারবারে,শক্তি,সাহস আবেগের পরিণত হয়ে, আজকের রবীন্দ্র ভবনে নয়,আশেপাশে যেদিকে যাচ্ছি জনপ্লাবন। এটা তৈরি করেছে আমাদের সেই আবেগ সামিম আহমেদ,তাকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রস্তুতি সভায় মূলত নজর কাড়ে, ২০২৬ বিধানসভার আগে শাসক দলের কাছে এটি বড় পাওনা বলে মনে করছেন রাজনীতিমহল।আগামী দিনে সকল কর্মী সমর্থক সবাই তৃণমূলের হয়ে লড়াই করবেন এমনই অঙ্গীকার বদ্ধ হন তারা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )