
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ সংগঠনের পক্ষ থেকে জামুরিয়া থানার অন্তর্গত তপসি রেল স্টেশন মাস্টার কে তুলে দিল স্মারকলিপি
ফাইনাল এক্সপোজার:জামুরিয়া:- কয়েক দফা দাবি কে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করলো তপসি স্টেশন মাস্টার এর দপ্তরে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ। কয়েক দফা দাবিকে কেন্দ্র করে স্টেশন মাস্টারের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি । আদিবাসী সংগঠনের পাশাপাশি বিক্ষোভে সামিল হন স্থানীয় সিপিএম কর্মীরা, তাদের দাবি তপসি রেল গেট কে রেল কর্তৃপক্ষ দ্বারা লোহার ব্যারিকেড দিয়ে বন্ধ করা দেওয়া হয়েছে । যার ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি কয়েকশো মিটার ঘুরে পথ অতিক্রম করতে হচ্ছে । স্থানীয় সূত্রে জানা যায় একসময় দীর্ঘ দিন ধরে তপসি রেল গেটের মাধ্যমে পানডেবেস্বর থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক পাঞ্জাবি মোড় পর্যন্ত মূল সড়ক বলা হত তপসি রেলগেট কে। পরবর্তী সময়ে কেন্দ্র সরকারের উদ্যোগে ভারী যানবাহন চলাচল এর জন্য রেলগেটের উপর দিয়ে ওভার ব্রিজ বানানো হলেও মানুষের সুবিধার্থে পারাপারের কোন ওভারব্রিজ বানানো হয়নি ফলে নিত্যদিন স্থানীয় মানুষ কে কয়েকশো মিটার পথ অতিক্রম করে রাস্তা পারাপার হতে হচ্ছে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে কেউ কেউ জীবননের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন তপসী রেলগেট। এদিকে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ আদিবাসী সংগঠনের কর্মী বুধূ কিস্কু জানান, তপসি গ্রাম এলাকার আদিবাসী সম্প্রদায়ের সাথে সাথে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ তপসি রেল গেট তবে তাকে লোহার বেরিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকশো মিটার পথ অতিক্রম করে রাস্তা পারাপার করতে হচ্ছে , আমরা তপসি রেলওয়ে মাস্টার কে স্মারকলিপির মধ্য দিয়ে মানুষের সড়ক পারা পারের সুবিধার্থে ওভারব্রিজ বানানোর আবেদন করেছি।

পরবর্তী সময়ে আমাদের কথাকে রেলওয়ে কর্তৃপক্ষ যদি গুরুত্ব না দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। উপস্থিত ছিলেন জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির পুলিশ প্রশাসন থেকে শুরু করে রেল পুলিশ। অন্যদিকে তপসি রেলওয়ে স্টেশন মাস্টার জানান, বিষয়টাকে মনোযোগ সহকারে দেখা হচ্ছে তবে কয়েকদিনের মধ্যে রেলের উচ্চ পদস্থ আধিকারীকে এই বিষয়ে জানাবো।