ইস্কোতে চাকরির দাবিতে বেকার যুব মঞ্চের সমর্থনে তৃণমূল কংগ্রেস

ইস্কোতে চাকরির দাবিতে বেকার যুব মঞ্চের সমর্থনে তৃণমূল কংগ্রেস

কৌশিক মুখার্জী: আসানসোল:- বিগত এক বছর ধরে ইস্কো কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ চলছে, এই কাজের জন্য প্রচুর শ্রমিকের দরকার হীরাপুর এলাকায় বেকার যুবকেরা চাকরির দাবিতে বেকার যুব মঞ্চ গড়ে তুলে দাবি নিয়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্রর সাথে দেখা করার পর তিনি তৃণমূল কংগ্রেসের সর্ব্বস্তরের নেতা, বিধায়ক, জেলা সভাপতি সহ সবাইকে বিষয়টি জানানোর পর শণিবার সাংবাদিক সম্মেলন করেন। তিনজন বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী, মতিলাল টুডু, চৈতন্য মাঝি সহ ৩৬ জন কাউন্সিলারের উপস্থিতিতে অশোক রুদ্র জানান বিগত এক বছর ধরে এলাকার বেকার যুবকেরা ইস্কোতে চাকরির দাবিতে ও ঠীকা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন করে ইস্পাত দপ্তরের আধিকারিককে সবার সাক্ষরিত পত্র পাঠানো হয়েছে। তাদের মূল দাবি বার্ণপুরের ইস্কো কারখানার ১০ কিলোমিটারের মধ্যে শিক্ষিত বেকার যুবকদের চাকরিতে প্রাধান্য দিতে হবে এবং তারপর এই জেলার বেকার যুবকদের সুযোগ দিতে হবে,ইস্কোতে কর্মরত ঠীকা শ্রমিকদের সাথে দূর্গাপুরের ইস্পাত কারখানা ঠীকা শ্রমিকদের বেতন বৈষম্য ঠীক করতে হবে। লোকসভার সাংসদকে জানানো হয়েছে তাকে আগামী সাংসদ অধিবেশনে দাবি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান অশোক রুদ্র।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )