
মানবিক সমষ্টি উন্নয়ন আধিকারিক
সংবাদদাতা: বারাবনি:- সোমবার সকালে বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যাবার সময় জামগ্রামের কাছে এলাকার বাসিন্দা সহদেব টুডু তার গাড়ী আটকিয়ে জানান তার মায়ের ৫১ বছর বয়স তার গল্ড ব্লাডারে পাথড় হয়েছে অর্থের অভাবে কোন বেসরকারি হাসপাতালে ভর্তি করতে পারছে না। বিডিও তার দুঃখের কাহিনী শুনে তাকে যাবতীয় কাগজ নিয়ে ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যেতে বললেন। সহদেব টুডু যাবতীয় কাগজ নিয়ে শিবিরে উপস্থিত হয় সেখানে সব কাগজ পরীক্ষা করে দেখা যায় স্বাস্থ্য সাথী কার্ডে তার মা লক্ষী টুডুর নাম নথিভুক্ত করা হয় নি বিডিওর নির্দেশে সহদেব টুডুর মা লক্ষী টুডুর নাম স্বাস্থ্য সাথী কার্ডে নথিভুক্ত করা হয় এবং তার নির্দেশে সেনরেলে রোডের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর চাউড় হতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান, উপ প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা বিডিওর কাজের প্রশংসা করেন।