
বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত শ্রমিকের মৃত্যু
কৌশিক মুখার্জী: আসানসোল:-
একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল স্বপন বাউরী নামে এক শ্রমিকের। যা ঘিরে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে, স্থানীয় সূত্রে জানা গেছে স্বপন বাউরী নামে বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানির এক কর্মী কারখানার ভেতরে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন। সে সময় ভারী পাইপ হঠাৎ করেই স্বপন বাউরির উপর পড়ে যায়, গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় স্বপন বাউরীকে। ডাক্তাররা জানিয়েছেন স্বপন বাউরির মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভ সামিল হয় স্বপন বাউরির পরিবার ও পরিজনেরা। অবশেষে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়, মৃত স্বপন বাউরির পরিবারের হাতে।
CATEGORIES আসানসোল