
আসানসোলে শুরু হলো ‘বাংলা মোদের গর্ব’ মেলা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: বাংলার প্রতিটি এলাকার আনাচে কানাচে ছড়িয়ে আছে নিজস্ব সংস্কৃতি ও লোকশিল্প। কিছু কিছু থেকে গেছে লোকচক্ষুর অন্তরালে। সেগুলি সবার সামনে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েক বছর ধরে যৌথভাবে সচেষ্ট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর।জেলাভিত্তিক উৎসবে জোর দিতে চালু হয়েছে ‘বাংলা মোদের গর্ব’ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।মূল লক্ষ্য সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগসূত্র গড়ে তোলা, পর্যটকদের সামনে তুলে ধরা বাংলার নিজস্ব ঐতিহ্য। সরকারি নির্দেশ মেনে আসানসোল উত্তর বিধান সভার শীতলা ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী 'বাংলা মোদের গর্ব'। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর অনিমেষ দাস সহ বিশিষ্ট অতিথিরা। জেলাশাসক বললেন, আগামী তিন দিন এই মেলায় থাকছে প্রদর্শনী, এক্সপো, সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার, স্বয়ম্ভর গোষ্ঠীর তৈরী বিভিন্ন ধরনের গয়না ও ঘর সাজানোর জিনিস। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতার বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই হলো এই মেলার লক্ষ্য।
