গোপন ইচ্ছে
সঞ্চিতা পোদ্দার (মালদহ)

কত কি ইচ্ছে করে কারে বোঝায় বলে।
ছোট ছোট ভালো লাগা আজও থেকে গেলো আড়ালে।
যদি এমন হতো বলতো কেউ এসে।
চলো তোমার সাথে ছবি তুলি গাছের তলায় বসে।
যদি এমন হতো বলতো কেউ এসে।
চলো যায় ঘুরে আসি হাত ধরে নদীর কিনার শেষে।
যদি এমন হতো বলতো কেউ এসে।
চলো না গো হারিয়ে যায় গল্পের সুন্দর দেশে।
যদি এমন হতো বলতো কেউ এসে।
চলো আজ গোলাপ লাগিয়ে দি তোমার ওই কেশে।
যদি এমন হতো বলতো কেউ এসে।
আজ গল্প লেখবো তোমাকেই ভালোবেসে।
যদি এমন হতো বলতো কেউ এসে।
চলো না দুইজনে হারিয়ে যায় যোগ যোগিনীর বেশে।
যদি এমন হতো বলতো কেউ এসে।
রাগ করেছো বলে হাতটা ধরতো কষে।
স্বপ্ন গুলো কোথায় হয়ে গেলো বিলীন।
ঘুমটা গেলো ভেঙে মনটা হয়ে গেলো মলিন।
CATEGORIES কবিতা