দোটানায়

শিবানী চ্যাটার্জী (উত্তরপাড়া, হুগলী)

জন্মভিটের শিকড় যার
যেখানে রয়েছে মিশে,
সুদে আসলে উসুল করে
হিসাব দেবে কি সে?

তবুও এখন দিতেই হবে
কড়ায় গণ্ডায় হিসেব নিকেশ,
আধার প্যান ভোটার নিয়ে
উত্তাল আজ সবুজ দেশ।

কাঁটাতারের এধার পেরিয়ে
ওধারে পৌঁছে মানুষ জন,
নিয়মনীতি আইন মেনে
আসা-যাওয়া করে ক’জন?

স্থায়ীভাবে বসবাসে তাই
হচ্ছে জায়গা জবর দখল,
ছদ্মবেশী ভেকধারী সবাই
দৃঢ় প্রত্যয়ে রয়েছে অটল।

আইন যখন মাথাচাড়া দেয়
নড়েচড়ে বসেছে সবাই,
আসল নকল দোটানায় আজ
চিন্তায় ভাঁজ কপালে তাই।

কাঁটাতারের সীমান্ত থেকে
দুই পারে তাকিয়ে আছে,
থাকবে যাবে কে বা কারা,
ভয় বুকে আগে পাছে।

আধার প্যান ভোটার নিয়ে
চলছে কাজে অনুসন্ধান,
পড়বে ধরা সময় হলেই
কাগজে কলমে বাঁচুক মান।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )