সরীসৃপ
বানী পাল (জলন্ধর, পাঞ্জাব)

এক টুকরো আকাশ চাই
মেহগনি ছায়ার মতো, মজবুত ছাদের মতো
কখনও চাঁদ উঠবে কখনও রোদ্দুর।
মনখারাপের শিহরিত মেঘ
কখনও ধূসর কখনও সাদা কখনও কালো
হঠাৎ সামিয়ানা ছিঁড়ে ভালোবাসার নীল।
গল্পে মাখা রামধনু রঙে
মাঝে মাঝে হারিয়ে যাওয়া তারা বিহীন রাতে,
নদীর বুকে ঘর, ডুবে থাকা সুখ।
সরীসৃপের মতো কুঁকড়ে কুঁকড়ে কেটে যাচ্ছে জীবন…
CATEGORIES কবিতা