জল

রুনা মুখার্জী (কলকাতা)

উদ্ভিদ প্রাণী সবার কাছেই
জল টা অনেক আপন,
জলের জন্যই সবাই করে
সুস্থ জীবন যাপন।

কৃষিকার্যে,শিল্পে যেমন
জলকে কাজে লাগে,
সংসারেতে জল না হলে
রাগে সবাই ভাগে।

অশুদ্ধ জল ব্যবহারে
মানুষ রোগে মরে,
শুদ্ধ জলের সংস্পর্শতে
রোগরা ভয়ে সরে।

জল অপচয় বন্ধ করে
সমাজ রাখো সুস্থ,
ধনী মানুষ জল পেলেও
কষ্ট পাবে দুস্থ।

নিরাকার জল অন্য নামে
জীবন বলে জানি,
জল ছাড়া যে জীবন বৃথা
এই কথাটা মানি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )