আরজিকর – প্রতিবাদে ফের রাতের রাস্তা দখল নাগরিক সমাজের

আরজিকর – প্রতিবাদে ফের রাতের রাস্তা দখল নাগরিক সমাজের

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনিতে আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীর কঠোর শাস্তির দাবি করলেন নাগরিক মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মহিলা পুরুষ হাতে হাত ধরে এসে জড়ো হন বিএনআর মোড়ে।
রবিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানালো আসানসোলের সাধারণ নাগরিক।

প্রসঙ্গত, গত ৯ ই আগস্ট তিলোত্তমা কলকাতা শহরের অন্যতম গর্বের হাসপাতাল আরজিকর – এ ঘটেছিলো ন্যক্কারজনক ঘটনা। নিজের কর্-মন্দিরে চরম নির্যাতিতা হয়েছিলেন ড. তিলোত্তমা। যিনি অসহায় মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়ে কাজ করছিলেন তিনিই দুষ্কৃতির হাতে হারালেন নিজের জীবন। নৃশংসতার মাত্রা দেখে কেঁপে উঠে রাজ্য। প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ।

১৪ ই আগস্ট ঘটনার সারা রাজ্য জুড়ে রাত দখলের ডাক দেয় মেয়েরা।
সারা রাজ্যের সঙ্গে আরজিকর হাসপাতালে কর্ত‍ব‍্যরত জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনায় মাঝরাতে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করে আসানসোল শিল্পাঞ্চলের মহিলারা।
চলতি মাসের ৪ তারিক ফের রাত দখলের ডাক দেওয়া হয়।মাঝরাতে ভগৎ সিং মোড়ে দেখা গিয়েছিল জনসমুদ্র।
এদিন ৮ ই সেপ্টেম্বর ফের আরজিকরের ন্যক্কারজনক ঘটনার বিচার চেয়ে রাজ্য জুড়ে রাত দখলের ডাক দেওয়া হয়। এদিন আসানসোলেও হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে মশাল মিছিল করল নাগরিক সমাজ সহ বিভিন্ন সংগঠন। মিছিলে পা মেলান ৮০ বছরের বৃদ্ধা থেকে সদ্য কৈশোর হওয়া ছেলেমেয়েরাও। আসানসোলের বিএনআর মোড় থেকে শুরু করে ভগৎ সিং মোড় পর্যন্ত যায় মিছিল।
মহিলা থেকে শুরু করে পুরুষ, ছোটো ছোটো শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনিতে ভঙ্গ হয় রাতের নীরবতা। দলীয় পতাকা ছাড়াই দলমত নির্বিশেষে বহু মানুষের ভিড়ে কেঁপে ওঠে রাতের আসানসোল। সবার একটাই দাবি ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তের কঠোর শাস্তি চায়।

অন্যদিকে রবিবার আসানসোলের চিত্তরঞ্জন শহরে বিভিন্ন কলেজ বিদ্যালয়ের প্রাক্তনীদের আরজিকর ঘটনার প্রতিবাদ ও অভয়ার দোষীদের শাস্তির দাবিতে মশাল ,মোমবাতি নিয়ে মিছিল করতে দেখা যায়। সাথে রূপনারায়ানপুরেও নাগরিক সমাজের তরফে সাধারণ মানুষের সঙ্গে এবার শিল্পীরা পথে এবং ক্যানভাসে রং তুলিতে প্রতিবাদ করতে দেখা গেল। রাস্তায় ফুটিয়ে তোলা হচ্ছে মেরুদন্ড। রং তুলিতে ছবি এঁকে প্রতিবাদ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )