এই কি শেষ উত্তর
শ্রাবণী বসু (হলদিয়া, পশ্চিম মেদিনীপুর)

বুকের কাছে পাথর হয়ে আছে বোবা কষ্ট,
ধানচারায় ছোপ ছোপ রক্তছাপ –
একশো পশলা বৃষ্টির পরেও
মোরগ ঝুঁটির মতো টকটকে তাজা
শতশত শুভেচ্ছাকে বুড়ো আঙুল দেখিয়ে
লোভী রক্তবীজের দল
দাপিয়ে বেড়ালো দিনভর
ভরদুপুরে সূর্যের মুখের সামনে
মুক্ত দেবালয়ের হাঁড়িকাঠে মাথা দিল
শয়ে শয়ে নিরীহ পাঁঠা।
পাণ্ডব রাজ্যে ভরা রাজসভায়
দ্রৌপদীর বস্ত্র হরণের সাথে
আজকের কি কোনো তফাৎ আছে?
বর্ষার কপালে বিন্দু বিন্দু ঘাম,
কদমের গায়ে আঁশটে গন্ধ
বকুলের চোখে জল।
দূর থেকে শতাব্দীপ্রাচীন –
তীব্র অকাট্য সেই প্রশ্নটা
তীরের ফলার মতো বুকে এসে বিঁধছে
বাবু মশাইরা,
দিনমানে বুকের কলিজা কুকুর শেয়াল ছিঁড়ে খেল,
চুপচাপ মজা দেখলেন আপনারা?
পঞ্চ পাণ্ডবদের মতো নত মস্তকে থাকাই কি নিয়তি
নীরবতাই কি শেষ উত্তর?
CATEGORIES কবিতা