প্রকৃতি সংরক্ষণ

অন্তরা চ্যাটার্জ্জী (কলকাতা)

মাটি, বাতাস, জল সবই
দূষণে আজ ভরা,
সব জেনেও, জানি না কিছুই
বেঁচে থেকেও আজ আমরা মরা।

নির্দ্বিধায় সবুজ মারি
তোয়াক্কা না করে,
আমরা তো দিব্যি আছি
আরামে পাকা ঘরে।
তবে আজ ভেবে দেখার
এসেছে সময়,

পরিবেশ তো মা সবারই
বাঁচাও তাকে সবাই,
পরিবেশ টা হোক না ভালো
বাঁচাবো তো আমরা তবেই ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )