কালিপাথরে গরু চুরির উপদ্রব, গ্রামবাসীদের ক্ষোভ

কালিপাথরে গরু চুরির উপদ্রব, গ্রামবাসীদের ক্ষোভ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের কালিপাথর গ্রামে গরু চুরির ঘটনা যেন দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। সম্প্রতি, গ্রামবাসীরা গরু চুরির চেষ্টার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনা শুধু কালিপাথর নয়, আল্লাডি থেকে কালিপাথর পর্যন্ত বিস্তৃত এলাকায় গরু চুরির উপদ্রবের এক ভয়াবহ চিত্র তুলে ধরছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবে এই অপরাধের সঙ্গে জড়িত। গত কয়েক দিন আগে একটি ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন ব্যক্তি একটি চারচাকা গাড়িতে করে জোরপূর্বক একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছে। এই ঘটনায় কালিপাথরের বাসিন্দা জাফর আলী সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে, অভিযোগ দায়েরের পরও চুরির ঘটনা থামেনি। গতকাল রাতে আনবর আনসারীর গোয়ালঘরে তিনজন চোর গরুর মুখ ও পা বেঁধে চুরির চেষ্টা করে। পাশের বাড়ির এক যুবক ছাদ থেকে এই ঘটনা দেখে ফেলায় চোরেরা পালানোর চেষ্টা করে। গ্রামবাসীদের তৎপরতায় একজনকে আটক করা হলেও বাকিরা দেওয়াল টপকে পালিয়ে যায়। আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তবে তিনি গরু চোর কি না, তা এখনও তদন্ত করে দেখছে সালানপুর থানার পুলিশ।কালিপাথর ও আশপাশের এলাকায় গরু চুরির ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সিসিটিভি ফুটেজে বারবার প্রমাণ হচ্ছে যে, একটি সংঘবদ্ধ দল এই অপরাধের পিছনে রয়েছে। জাফর আলী অভিযোগ করেন, “আল্লাডি থেকে কালিপাথর পর্যন্ত গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে চোরেরা আরও সাহসী হয়ে উঠছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি প্রশাসন এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হব।”গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই অভিযোগ করছেন, পুলিশের তৎপরতার অভাবে চোরেরা বারবার পার পেয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজ সত্ত্বেও অপরাধীদের ধরতে পুলিশের ব্যর্থতা প্রশ্নের মুখে। গরু চুরি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, গ্রামীণ জীবনযাত্রার উপরও গভীর প্রভাব ফেলছে। গ্রামবাসীরা এখন রাত জেগে নিজেদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন। প্রশাসনের কাছে গ্রামবাসীদের দাবি, এই সংঘবদ্ধ চক্রের মূল পাণ্ডাদের ধরতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। সিসিটিভি ফুটেজের তথ্য ব্যবহার করে তদন্ত ত্বরান্বিত করা এবং এলাকায় নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। কালিপাথর এলাকায় গরু চুরির উপদ্রব ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে, এবং এর প্রতিকার না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )