বৃষ্টি

দীপশিখা পাত্র খাঁ (হাওড়া)

কোন এক বৃষ্টির দিনে কালচে মেঘের বুকে তখন অশনির সংকেত,আর জানলা দিয়ে দুনিয়া দেখতে চাওয়া বেলকুঁড়ির স্নিগ্ধ মুখটা টুপটাপ বৃষ্টি ফোঁটায় থির থির করে কাঁপছিল । বৃষ্টি বৃষ্টি বৃষ্টি

বৃষ্টি

একই শহরে
নেমেছে বৃষ্টি।
কারো ভেজে মন,কারো ঝাপসা দৃষ্টি।
কেউবা বৃষ্টিতে খোঁজে রোম্যান্টিকতা,
কেউবা সৃষ্টি।
কারো কাছে আবার বৃষ্টি,
সে তো বানভাসির আশঙ্কা।
একই শহরে
নেমেছে বৃষ্টি।
একটা মেয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে
প্রেমিকের হাত।
একটু ছোঁয়া, ঘনিষ্ঠ আলিঙ্গন আর তৃপ্ত চুম্বন।
আর একজন অপ্রেমে তখন
বুনছে স্মৃতির নকশিকাঁথা।
একই শহরে
নেমেছে বৃষ্টি
জমা জলে কারো ভাসছে ঘর সংসার,
কেউ আবার ভাসিয়েছে কাগজের নৌকা ।
শহর জুড়ে বৃষ্টি এক।
কিন্তু তার রূপ-রস-গন্ধ
একেবারে আলাদা আলাদা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )