হাওড়ার শরৎ সদনে আনন্দধারা সেন্টার ফর ডান্স একাডেমির ২০তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

হাওড়ার শরৎ সদনে আনন্দধারা সেন্টার ফর ডান্স একাডেমির ২০তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

 কৌশিক ঘোষ, হাওড়া:- 

হাওড়া শরৎ সদনের ১ নং প্রেক্ষাগৃহে আজ সন্ধ্যায়  আনন্দধারা সেন্টার ফর ডান্স নৃত্য কেন্দ্রের ২০ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। গুণীজন সংবর্দ্ধনা, বক্তব্যপেশ, একক  ও সবমেত নৃত্য পরিবেশন ও নৃত্যনাট্য পরিবেশন, ও সংগঠনের সদস্যাদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হলো।  নাটেশ্বর তথা নটরাজের বন্দনা,পিলানা ভারত নৃট্যম, সহ বহু ধরনের আধুনিক নৃত্য পরিবেশিত হয়। সংগঠনের মুখ্য কর্মকর্তা তথা কর্ণধার আনন্দ নন্দী জানান এবছর তাদের বিশেষ আকর্ষণ ছিল পরমা প্রকৃতি নৃত্য নাট্য পেশ যেখানে আদি পরাশক্তির দুটি রুপ ফুটিয়ে তুলেছেন নৃত্যশিল্পীরা।তিনি আরো জানান এই আনন্দধারা সেন্টার ফর ডান্স একাডেমিতে মূলত ভরত নাট্যম,উদয় নারায়ণ নৃত্যশৈলী, এছাড়া ও রাবীন্দ্রীক ও সৃজনশীল লোক নৃত্য তারা ছেলে মেয়েদের শেখান। অপর কর্মকর্তা কৃষেন্দু রাণা জানান ছেলে মেয়েদের মুঠোফোনের বাইরে বেরিয়ে সুষ্ঠ রুচীশীল নৃত্য শৈলী তারা প্রতিবছর ই পরিবেশন করেন। এবছর ও তাদের সেই ব্যতিক্রম হয় নি। পরমা প্রকৃতি নামক মাইথোলজির উপর তারা এই বিশেষ নৃত্যনাট্য পেশ করেন। এই অনুষ্ঠানে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশন সকলের নজর কেড়েছে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন দীপান্বীতা ভট্টাচার্য।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )