বিচার

বিশ্বজিত মুখার্জ্জী (গণপুর, পূর্ব বর্ধমান)

ভেবেছি অনেক স্তব্ধ করেছি মনের গোপন ব্যথা..
কতকাল বলো হয় নাই ভাবা কাজলা চোখের কথা।
পড়তে পড়তে বুঝে গেছি সব আশ্রয়হীন সেও..
ভাঙচুর হলো উপকূলঘাট অসীম সাগরে ঢেউ।

কুল ভেঙে গেছে উপকূল জুড়ে মাঝ দরিয়ায় মাঝি…
পথশ্রান্ত পথের পথিক বিচার দেয়নি কাজী!
বিচারের বাণী ভাবলেশহীন নীরব নিভৃতে কাঁদে…
রাত্রিকালীন জোছনার আলো দীপ্তি জোগায় চাঁদে।

চাঁদ জানে ঠিক যন্ত্রণা ভার রাত কাটে নির্ঘুম…
আদতেই চাঁদ নিছক আলেয়া চন্দ্রিল মরশুম।
মরশুম জুড়ে বিচারের আশা দেউলিয়া ভারে ক্ষীণ..
কাজীর আসরে বিচারেই দেখি কাজলা চোখের ঋণ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )