মূল্যহীন অভিমান

অনন্যা হালদার (মুকুন্দপুর, কলকাতা)

জোর করে ভুলে থাকার যন্ত্রণা চেপে রাখার লড়াইটা থেমে গেলে হয়তো ভুলেই যাবো তাকে। ভুলে যাবো মূল্যহীন এই অভিমানটা। কথা না-হতে না-হতে কথা বলার অনুভূতিটুকুও ভুলে যাব একদিন।

হয়তো আর মনেও থাকবে না কথা বলার মুহূর্তগুলো ঠিক কেমন ছিল! কেমন ছিল তার কণ্ঠস্বর, কতবার ফোন করতো, কীভাবে কথা বলতো, ফোনটা তুলে প্রথমে হ্যালো না কি হুম বলতো, নিজে বকবক করতো না কি চুপ করে আমার কথাগুলো শুনতো, এমনকি ভুলে যাবো তার মুখটাও।

দীর্ঘদিন দেখা না হওয়ার কারণে ভুলে যাবো দেখা হওয়ার সেই সুন্দর মুহূর্তগুলো, লজ্জারাঙা দু’টি চোখ, একগাল হাসি, আর অনেকটা আবেগ মাখানো অনুভূতি। এমনকি তার স্পর্শ, শরীরের গন্ধ সবকিছু।

যন্ত্রণায় কাতরাতে থাকবো, ভেঙে টুকরো টুকরো হতে থাকবো। একাকীত্ব হজম করতে করতে বদ-হজম হয়ে যাবে তবুও তাকে বুঝতে দেবো না যে আমি তার জন্যই কষ্ট পাচ্ছি। একবারের জন্যও বলবো না ফিরে এসো, এটাই আমি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )