আলো ছায়া
সারদা ভট্টাচার্য (কলকাতা)

ছিল অনেক দিনের পুরোনো বছরে
এমনি একটি নতুন সময়
বসন্তের হাওয়ায় দোলায়িত
সেই সময়েরই এ নতুন কাল
ডুবে যাওয়ার হাতছানিতে পথ হেঁটে যায় রূপকথারা
ঠোঁটের আগলে আর চোখের চাহনিতে স্তরীভুত হয় জন্ম- মৃত্যুর হাজারো সাতকাহন …
যতবারই এই একই সংলাপ বেজে ওঠে
ঠিক ততবারই —
এ মন ও চোখের খুব কাছে গিয়ে বুঝেছে
মরে যাওয়া রোদ্দুরও সন্ধ্যার কিনারায় যত্ন করে তুলে রাখতে হয় ..
সেদিনকার বসন্তের বাঁশি , কিছু দীর্ঘশ্বাস, বিস্মৃত বেদনা, ঝরা ফুলের মৃদু গন্ধ ..
সময়ের ঘন শ্বাসে প্রেম ছুঁয়ে গেলেই ছায়া থেকে সত্যি হয়ে যায় ..
তবু সৃষ্টি সবসময়ই তেমন স্পষ্ট নয় কোনো কালে …
এ পৃথিবীতে হারিয়ে যাওয়া পুরোনো শব্দটা কেবল
খুঁজে পাওয়ার নতুন নাম ,
বুকের নিভৃতে রাখা ইচ্ছের চিরকুট..
তাই ও চাহনির উপত্যকায় নতুন কোনো সভ্যতা যতটুকু আয়োজন করে —
নতুন কোনো গল্পের ভূমিকার চৌকাঠে
যেভাবে রাত মরে সকালের দুয়ারে
তবু তফাৎ খুঁজে ফেরে মানুষের মন হাজারো অজুহাতে
প্রতিরাতে …