
অবৈধ বালু বোঝাই ট্রাক্টর আটক
সংবাদদাতা: আসানসোল:- আসানসোল দক্ষিণ বিধানসভার কালিপাহাড়ীর কাছে দামোদর নদীর ডামরা ঘাটের দুটি জায়গাতে চলছিল অবৈধভাবে বালি পাচারের কারবার । ইতিমধ্যেই রাজ্যে বর্ষা নেমে যাওয়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশিকা কোনোভাবে নদী থেকে মেশিনের সাহায্যে বালি তোলা যাবে না কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিল অবৈধভাবে বালি পাচারের কারবার। নদী থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে এমনই সূত্রের খবর পেয়ে গতকাল গভীর রাতে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল ওয়ান ও রানিগঞ্জের নিমচা ফাঁড়িকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। দামোদর নদীর ডামরা ঘাটে ৬টি বালি ভর্তি ট্রাক্টর এবং নদী ঘাটের রাস্তায় আরো ৬টি বালি বোঝাই ট্রাক্টর গাড়ি আটক করে পুলিশ। এরপর অবৈধভাবে বালি বোঝাই ১২টি ট্রাক্টর গাড়িকে আসানসোল সাউথ থানার হাতে তুলে দেওয়া হয়। কংগ্রেস নেতা সাহ আলম খান জানান তিনি প্রত্যেক দিন ট্রাক্টর এবং ডাম্পারে অবৈধভাবে বালু পাচার করতে দেখেন পুলিশের চোখের সামনে আজ হঠাৎ করে পুলিশের চোখ খুলেছে এবং কয়েকটা বালু বোঝাই ট্রাক্টর আটক করেছে তবে বালি মাফিয়ারা থানার চারিদিকে টহল দিচ্ছে কোনভাবে পুলিশকে পয়সা দিয়ে ট্রাক্টর ছাড়ানো সম্বভব হয়।
