এসআইটি চ্যালেঞ্জার্স কাপে ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হিন্দি স্কুলের জয়

এসআইটি চ্যালেঞ্জার্স কাপে ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হিন্দি স্কুলের জয়

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, ২৩শে জুলাই, ২০২৫:-  শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইটি) প্রাঙ্গণে আজ এক রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামলো বহু প্রতীক্ষিত এসআইটি চ্যালেঞ্জার্স কাপ ২০২৫-এর। আন্তঃস্কুল নকআউট ফুটবল টুর্নামেন্টের এই চূড়ান্ত লড়াইয়ে শিলিগুড়ি মবার্ট হাই স্কুলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হিন্দি স্কুল। গত ১৪ই জুলাই ১৯টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হলো আজ।

দিনের প্রধান আকর্ষণ ছিলেন জাতীয় ফুটবল তারকা ও কোচ মেহতাব হোসেন, যিনি প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য মাঠ জুড়ে ছিল অসংখ্য ফুটবলপ্রেমী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাঁর উপস্থিতি ফাইনালের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হিন্দি স্কুলের রাজীব মুন্ডা তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন এসআইটি স্নাতক কলেজের অধ্যক্ষ অনিন্দ্যা বসু, হিমালয়ান নার্সিং কলেজ ও স্কুলের অধ্যক্ষ মিসেস পদ্মা ইয়ালমো এবং টেকনো ইন্ডিয়া স্কুলের প্রধানশিক্ষিকা ডঃ নন্দিতা নন্দী। রানার্স-আপ দল মবার্ট হাই স্কুলকেও তাদের প্রশংসনীয় খেলার জন্য সম্মানিত করা হয়। এসআইটি-র প্রিন্সিপাল-ইনচার্জ ডঃ জয়দীপ দত্ত এবং এসআইটি-কলেজ অফ প্রফেশনাল স্টাডিজ-এর প্রিন্সিপাল-ইনচার্জ ডাঃ অরুন্ধতী চক্রবর্তী মবার্ট হাই স্কুলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি মেহতাব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আজকের এই খেলার একটি অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। স্কুল টুর্নামেন্টগুলিই আসলে ফুটবল প্রতিভাদের তুলে ধরার প্রকৃত মঞ্চ। একজন ভালো খেলোয়াড় তৈরিতে স্কুলের শিক্ষকদের অবদান অনস্বীকার্য।’ তিনি আরও যোগ করেন, ‘এই ধরনের আয়োজন শুধু অংশগ্রহণকারীদের মধ্যেই নয়, মাঠে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও ফুটবলের প্রতি আকর্ষণ বাড়াতে সাহায্য করবে। টেকনো ইন্ডিয়া গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়ও বিজয়ী দলের ভূয়সী প্রশংসা করেন।’

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )