রাত গভীর কবিতা অধীর

সমীরন দাস (কলকাতা)

রাতের গভীরে রাত, তার গভীরে তুমি
এসো ধীরে ধীরে আমার স্বপ্ন চুমি
দিনের মাঝে দিন, দিনে দিনে আমি ক্ষীণ
তাহার মাঝে তুমি, প্রেম কে করেছো দামি

যারা স্বপ্ন দেখে, রঙিন প্রেমের শহর
আমার প্রেমের গোলাপ খুঁড়ছে তখন কবর
সেই কবরের বুকে বসে মানত করি
চাইনা এমন বিভেদ ওহে অন্তর্যামী

দেহে যাহার ঝরে লবন স্বাদের ঘাম
যাদের বক্ষ চিরে গড়া রাজার মরুদ্যান
দেওয়াল জুড়ে লেখা থাকুক সেটাই তাদের কাজ
পারিশ্রমিক হোক না কম মনে নাইকো লাজ

তোয়াজ, রেওয়াজ অনেক হল, অনেক যাত্রা পালা
প্রজা হোক না রাজা, হোক পালাবদলের পালা
এমন দিনে আমি তোমায় দেখবো কেবল স্বাধীন
রাত বিরেতে কবিতা ও তুমি নয় কারো পরাধীন ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )