রহস্য জনক ভাবে নিখোঁজ নাবালিকা ছাত্রী ছয়দিন পেরিয়ে গেলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে

রহস্য জনক ভাবে নিখোঁজ নাবালিকা ছাত্রী ছয়দিন পেরিয়ে গেলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে

সংবাদদাতা: সালানপুর:-পরিবারের মেয়ে নাবালিকা ছাত্রী নিখোঁজ হওয়ার পর পরিবারের তরফে অপহরণ এর অভিযোগ করা হয়েছিল সালানপুর থানায়, জানাজায় নাকি চাওয়া হয় ৩ লক্ষ টাকা মুক্তিপন। এরপরে যুবতির পিতা হাতজোড় করে মেয়ে কে ফিরে পাওয়ার জন্য আবেদন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ পুলিশ প্রশাসনের কাছে। পরিবারের তরফে অপহরণের মামলা দায়ের করা হয়।যদিও সালানপুর পুলিশ তদন্তে নেমেছে ।
আসানসোলের সালানপুর থানার এলাকার এক ১৫বছরের নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী।শনিবার সকাল থেকে রহস্য জনক ভাবে নিখোঁজ।অপহরণের মামলা রুজু করা হয় সালানপুর থানায় পরিবারের পক্ষ থেকে।পরিবারের অভিযোগ শনিবার ওই ছাত্রী টিউশন পড়তে গিয়ে আর কোনো খোঁজ মেলানি আর বাড়ি ফেরেনি।পরিবারের পক্ষ থেকে জানা যায় ওই কিশোরীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার পিতার কাছে একাধিক বার্তা আসে।পরিবারের কাছে ৩লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়।মুক্তি পনের জন্য কিছু অর্থ পাঠানো হলেও কিছু সন্ধান মেলেনী কিশোরীর।চিন্তায় পরিবারের সদস্য রা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে হাত জোড় করে আবেদন কিশোরী কে বাড়ি ফেরানোর জন্য আবেদন পুলিশ প্রশাসনের কাছে তাঁদের মেয়ে কে যেনো ফিরে পাই।৬দিন হয়ে গেলেও এখনো নিখোঁজ কিশোরী।যদিও পুলিশ ঘটনার তদন্ত করছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )