
কলেজ পড়ুয়াদের নিয়ে পশ্চিম বঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বানিজ্য অনুশীলন অধিকার বিভাগের পরিচালনায়,এবং শিশুরাম দাস কলেজের এন এস এস ইউনিট এর সহযোগিতায় ২৪ শে জুলাই ২০২৫ দক্ষিন ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকে সরিষা শিশুরাম দাস কলেজে একটি সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। কেনা কাটার সময় কি কি সতর্কতা অবলম্বন করলে ঠকে যাওয়ার আশঙ্কা কম থাকবে,অথবা যদি ঠকে জান কোথায় কিভাবে কি কি প্রতিবিধান দাবি করা যাবে সেই উদ্দেশ্যে,কলেজের পড়ুয়াদের নিয়ে আলোচনা করা হয়। সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে উক্ত এই সভা উদ্বোধন করেন শিশুরাম দাস কলেজের অধ্যক্ষ ড: নীলেশ রঞ্জন মাইতি। এর পর ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে মূল্যবান বক্তব্য রাখেন দপ্তরেরই আধিকারিক সোম শুভ্র বাসু। ভারতীয় জীবন বিমা নিগমের ডেভলপমেন্ট অফিসার রিয়া ব্যানার্জী তিনি,এল আই সি কেনো করবেন এবং এর উপকারিতা বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও খাদ্য সুরক্ষা বিষয় নিয়ে বক্তব্য রাখেন ডায়মন্ডহারবার ১নং এবং ২ নং ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিক ড: মুকুলিকা বাগচী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট কনজিউমার প্রটেকশন কাউন্সিল মেম্বার গোপাল চন্দ্র মন্ডল।এছাড়াও এখানে শিশুরাম দাস কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা, প্রায় পঞ্চাশজন ছাত্রছাত্রী ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রা এই সভায় উপস্থিত ছিলেন।কলেজের পড়ুয়াদের জন্য উপভক্তা অধিকার ও ন্যায্য বাণিজ্য অনুশীলন বিষয়ক সচেতনামূলক এই কর্মসূচি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই ধরনের কর্মসূচির মাধ্যমে কলেজ পড়ুয়ারা তাদের অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে,পাশাপাশি বাজারে নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।