
সন্তানের জন্মদিনে আয়োজিত হলো রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মেমারী, পূর্ব বর্ধমান -: ইচ্ছে করলে একমাত্র সন্তান প্রিয়দীপ নন্দীর জন্মদিন তিনি চারদেওয়ালের মধ্যে আত্মীয় স্বজনের ভিড়ে পালন করতেই পারতেন। পাওয়া যেতে পারত দামি উপহার। কিন্তু সন্তানের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে গত কয়েক বছরের মত এবছরও ভিন্ন পথ অবলম্বন করলেন মেমারীর প্রকাশ নন্দী। স্থানীয় আমাদপুর স্কুলপাড়ার একটি বেসরকারি লজে সন্তানের জন্মদিন উপলক্ষ্যে তিনি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক শাখা শিবির থেকে মোট ৪৫ ইউনিট রক্ত সংগ্রহ করে। এদের মধ্যে মহিলা ছিলেন ১২ জন। ৭ জন এই প্রথমবারের জন্য রক্তদান করেন। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সুগার পরীক্ষা করান ৭৫ জন, ই সি জি ১৭ জন, চক্ষু পরীক্ষা করান ৬৫ জন। ৫০ জনের হাতে বিনামূল্যে চশমা তুলে দেওয়া হয়। তার ডাকে সাড়া দিয়ে যারা শিবিরে উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেককে এবং উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকাশ বাবু বললেন, ছেলের জন্মদিনে এতগুলো মানুষের আশীর্বাদ যেকোনো পার্থিব উপহারের থেকে অনেক বেশি মূল্যবান। আমরা চাই আমাদের সন্তান অনেক অনেক বড়ো হোক, মানুষের মতো মানুষ হয়ে আরও পাঁচটা মানুষের পাশে এসে দাঁড়াক। সন্তানের জন্মদিনে রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করার জন্য প্রকাশ বাবুর ভূয়সী প্রশংসা করে পূর্ব বর্ধমান জেলার রক্তদান শিবিরের অন্যতম আয়োজক দিব্যেন্দু দাস বললেন, এটি খুব ভাল উদ্যোগ। এইভাবে যদি অন্যরাও এগিয়ে আসেন তাহলে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি অনেক কমবে।
