নীল আকাশ

স্বপ্না ব্যানার্জ্জী (শিলিগুড়ি)

নীল,
হে চির সুন্দর,
ঘুমন্ত,স্পন্দন হীন প্রেম,
কাব্যের ছন্দ হারানো নীল আকাশ,
শুনছো কি? তোমার এই নীল আকাশে আমি তোমার ই জ্যান্ত প্রেমিকা।
তুমি হারিয়ে দিয়েছ আমার চেতনা,
আজও নিজেকে অনেক বেশি সুন্দরী নারী মনে করি,
তাই নিজেকে প্রকৃতির পরমা বলেই ভাবি।
শুনেছ কি? ভালোবাসার অপচয় করতে নেই,
হৃদয়ের ডাক,
হৃদয়কে করেছে সমৃদ্ধ,
তোমার ভালোবাসার পাতা উল্টিয়ে অলীক আশ্বাস যেন দিশাহীন দৃষ্টি তে তাকিয়ে থাকে,
অনন্তকাল ধরে,
তাই ভালোবাসার প্রতিচ্ছবি কে আঁকড়ে ধরে থাকতেই পছন্দ করি আমি ।
কত প্রতিশ্রুতি কে তাই হেলায় হারিয়ে তুমি এগিয়ে আসো মিথ্যে আবেগের ভান্ড সাজাতে।
সুন্দরের সাথে থাকলে সুন্দর হয় জানি।
তাই পৃথিবীর বড় ব্যস্ত মানুষ তুমি সময় পাও না অতৃপ্ত বাসনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে।
নতুন পথের দিশারী তুমি,
তুমি ই ছিলে আমার পথের প্রেরণা।
যে সকালটায় আমি তোমাকে নিজের করে পেয়েছিলাম শীতল হাওয়ার সুরে, আজও মনে পড়ে।
কাজল কালো মেঘ ভরা আকাশের সখের বারিধারা যেন নীল কে ঢাকা দিয়ে যায়।
ঝুলন্ত মাধবীলতা বেয়ে তাই আর প্রেমের জোয়ার আর নামে না।
জানি নীলা সকলের কপালে সহ্য হয় না,
হয়ত আমার ও তাই।
আনমনে বসে থাকি নীল আকাশের নিচে।
দীর্ঘ নিঃসঙ্গতায় কাটে দিন ও রাত,
তাই ভাঙা ঘরে প্রবেশ করা সূর্যের আলোই আমার বাঁচার নীল আকাশ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )