
তৃণমূল কাউন্সিলরকে বহিষ্কার করার দাবি আই এনটিটিইউসি নেতার
সংবাদদাতা: আসানসোল:- রবিবার বার্ণপুরের ইস্কো কারখানায় ভিন রাজ্যের দক্ষ শ্রমিকদের নিয়ে এক বৈঠকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র পরিস্কার ভাষায় তাদের বাংলা ছেড়ে চলে যেতে ও নিজের রাজ্যে ফিরে এই রাজ্যে চাকরি নিয়ে না আসার হুমকি দেন সোসাল মিডিয়ায় হুমকির ভিডিও ভাইরাল হবার পর বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান তার দল ইস্কোকে সিঙ্গুর হতে দেবেন না সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টাটাকে ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করেছিল একই ঘটনা ঘটাতে চলেছে ইস্কো কারখানায়। সোমবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘটনের নেতা রাজু ওয়ালিয়া জানান রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে বলেছেন এই রাজ্যে সর্ব্ব ধর্মের লোক একত্রে বাস করে তাছাড়া আসানসোল শহরে রেল সহ বিভিন্ন কারখানায় সর্ব্ব ধর্মের লোকেরা একসাথে বাস করে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র ভিন রাজ্যের দক্ষ শ্রমিকদের হুমকি দিয়ে রাজ্য ছেড়ে যেতে বলেছেন এটা শোভা পায় না তিনি উচ্চ নেতৃত্বর কাছে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক ভিন রাজ্যের বাসিন্দাদের হুমকি দেবার কারণে।